প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-এর খসড়া অধ্যাদেশ নিয়ে অংশীজনদের মতামত গ্রহণের তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২০ অক্টোবর বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।বুধবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকারের সই করা এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, সভাটি অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা স্মারকে উল্লেখ করা হয়েছে— সভায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (একজন প্রতিনিধি প্রেরণের অনুরোধসহ), ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব (কলেজ ও বিশ্ববিদ্যালয়), যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২) এবং সরকারি...