রাজধানীর মিরপুরের শাহ আলম কেমিক্যাল নামে রাসায়নিকের গোডাউনে আগুনের ঘটনা প্রসঙ্গে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইটেনেন্স) লে. কর্নেল তাজুল ইসলাম বলেছেন, ফায়ার সার্ভিস অবৈধ প্রতিষ্ঠানের যে তালিকা করেছে, সেখানে শাহ আলম ট্রেডার্স নামে ওই রাসায়নিকের গুদামটিও ছিল। অভিযান চালানোর পর্যায়ে ছিল গুদামটি। বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে জানানোর পাশাপাশি তিনবার ওই গুদামে নোটিশ দেওয়া হয়। গুদামটি অভিযান চালানোর পর্যায়ে ছিল। তিনি বলেন, আপনারা জানেন, আমরা মঙ্গলবার প্রায় ১১টা ৪০ মিনিট থেকে এ পর্যন্ত কার্যক্রম করছি। গার্মেন্টস অংশের আগুন কালই নিয়ন্ত্রণে এসেছে। কেমিক্যালের যে গোডাউন তার আগুন আমরা আজ ২টা ২০ মিনিটে নিয়ন্ত্রণ ঘোষণা করেছি। তবে এখানে বেশকিছু বিষয় রয়েছে। এটা একটা কেমিক্যাল গোডাউন এবং...