দিপাবলির মৌসুমে পুরো বলিউডে যেন উৎসব মেতে ওঠে। ভারতের বাইরে থাকা তারকারাও ভুলে যান না তাদের উৎসবের কথা। যেখানে থাকেন সেখানে আয়োজন করেন নিজস্ব সংস্কৃতির জমকালো আয়োজন। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে আর ক্যারিয়ারের সূত্রে মার্কিন মুলুকেই থিতু হয়েছেন। বিদেশে সংসার পাতলেও ভারতীয় সংস্কৃতি তিনি ভুলে যাননি। পূজা থেকে দিপাবলি - সব উৎসবই বেশ জাঁকজমকভাবে পালন করেন তিনি। প্রতি বছরের মতো এবারও দিপাবলি পার্টির আয়োজন করেন। নিউ ইয়র্ক প্যালেসে প্রিয়াঙ্কা চোপড়ার ম্যানেজার অঞ্জুলা আচারিয়া জাঁকজমকপূর্ণ দিপাবলি পার্টির আয়োজন করেছিলেন। পার্টিটি নোরা ফাতেহি, নেপালের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুংসহ প্রায় ২৫০ জন জনপ্রিয় তারকাদের ভিড়ে পরিপূর্ণ ছিল। এই পার্টিতে রয়েল ফিনারি ড্রেস কোডে অল দ্যাট গ্লিটার্স থিমে সেজেছিলেন তারা। অতিথিরা দক্ষিণ এশীয় সংস্কৃতি এবং সৃজনশীলতার মিশ্রণ ঘটিয়ে পোশাকে তা উপস্থাপন করেন।...