এক নতুন রাষ্ট্রচিন্তার সূচনা। বাংলাদেশের সংবিধান: জন্মলগ্নের স্বপ্ন থেকে আজকের বাস্তবতা। বাংলাদেশের জন্মলগ্নে প্রণীত হয়েছিল একটি সংবিধান—যা শুধু কাগজের আইন নয়, বরং একটি নবজাত জাতির আত্মার দলিল। এই সংবিধানই দেশকে দিয়েছিল রাষ্ট্রের কাঠামো, আইনের ভিত্তি এবং ন্যায়বিচারের প্রতিশ্রুতি। বছরের পর বছর ধরে সময়ের দাবি ও রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এতে নানা সংশোধন ও সংযোজন যুক্ত হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়—এই সংবিধান আজ কতটা জীবন্ত? কতটা কার্যকর? এবং সবচেয়ে বড় কথা, কতজন নাগরিক বা নীতিনির্ধারক সত্যিকার অর্থে এর মূল দর্শন বুঝে কাজ করছেন? সংবিধান ও আইন হলো রাষ্ট্রের প্রাণ—যা রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক জীবনের প্রতিটি দিককে দিকনির্দেশনা দেয়। কিন্তু সেই প্রাণশক্তির উৎসকে আজ যেন আমরা ভুলে গেছি। যারা জনগণের ভোটে সংসদে গেছেন, কিংবা রাজনৈতিক কৌশলে ক্ষমতা দখল করেছেন—তাদের প্রতিটি সিদ্ধান্তই রাষ্ট্রের...