বছর দশেক আগে মাহির সঙ্গে জাজের সম্পর্কের অবনতি ঘটেছিল। এরপর একাধিকবার শোনা গিয়েছিল, মাহি আবার জাজে ফিরবেন! কিন্তু তা হয়নি। শেষ পর্যন্ত আবার মাহি জাজে ফিরছেন বলে জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। নতুন সিনেমা ‘অন্তর্যামী’-এর মাধ্যমে আবার মাহির কামব্যাক হতে যাচ্ছে, এমনটা দাবী করেছে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। বুধবার বিকেলে একটি পোস্টার প্রকাশ করে প্রযোজক আজিজ জানান, মাহিকে নিয়ে নির্মাতা সৈকত নাসির নির্মাণ করবেন ‘অন্তর্যামী’। সিনেমার গল্প মাহী ও ৯ বছরের শিশু মাবশুকে ঘিরে। জাজের দাবী, বাংলাদেশ, থাইল্যান্ড, আমেরিকাতে এ ছবির শুটিং হবে। এটি অনেকটা লেডি অ্যাকশন সিনেমা। নেই কোনো নায়ক। আবদুল আজিজের দাবী, এই সিনেমা অগ্নি না, কারণ...