আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করাসহ দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের সঙ্গে কথা বলেছেন জাতীয় পার্টির নেতারা। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জার্মান দূতাবাসে এই আলোচনা হয়।আরো পড়ুন:এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নিন: জিএম কাদেরসরকার সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা হারিয়েছে: শামীম সরকার সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা হারিয়েছে: শামীম এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা উপস্থিত ছিলেন। জার্মান রাষ্ট্রদূতের সাথে ছিলেন ডেপুটি হেড অফ মিশন আঞ্জা কার্স্টেন এবং রাজনৈতিক কর্মকর্তা শার্নিলা কবির। জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ...