আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালতে অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। উচ্চ আদালতে বেঞ্চগুলো গঠনের কাজকে বিকেন্দ্রীকরণ করার প্রয়োজন রয়েছে।মামলার যে সিরিয়াল হয় সেখানে আগের মামলা পেছনে চলে যায়, আবার পেছনের মামলা আগে চলে আসে। এটা কীভাবে হয়, সেটা নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনলাইন জিডি (ই-বেইলবন্ড) কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, আমরা অনেক কাজ করেছি। সময় বাঁচানোর জন্য ফৌজদারি কার্যবিধিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি। সরকারি ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তাদের সাক্ষ্য অনলাইনে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমাদের লক্ষ্য বিচার নিতে মানুষকে যে ভোগান্তি পোহাতে হয়, সেটা যেন হ্রাস পায়, এর ব্যবস্থা করা। তিনি আরও বলেন, আমরা প্রায়ই দেখি বাচ্চার কাস্টডি কে পাবে, দুই লাখ টাকার চেকের মামলা—এরকম ছোট বিষয়গুলোর জন্য...