৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের রাজপথ যেন নতুন করে উত্তাল হয়ে উঠেছে। রাজনৈতিক ইতিহাসের এক অস্থির অধ্যায় পার করে বাংলাদেশ এখন অন্তর্বর্তী সরকারের অধীনে; অথচ প্রতিদিন দেখা যাচ্ছে নানামুখী আন্দোলনের ঢেউ। কোথাও শিক্ষক, কোথাও গার্মেন্টস শ্রমিক, কোথাও সরকারি কর্মচারী, আবার কোথাও আনসার বাহিনীর সদস্যরা নিজেদের দাবিদাওয়া নিয়ে সড়কে নামছেন। কেউ চান বেতন-ভাতার সামঞ্জস্য, কেউ চান স্থায়ী নিয়োগ, কেউবা দীর্ঘদিনের অবিচারের প্রতিকার। প্রশ্ন উঠছে— এই আন্দোলনের যৌক্তিকতা কতটা, আর এর দায়-দায়িত্ব বা প্রভাবের ভার কার কাঁধে? একই সঙ্গে সাধারণ মানুষের আরেকটি প্রশ্ন ক্রমেই উচ্চারিত হচ্ছে: এত আন্দোলন, এত অবরোধ, এত মানববন্ধনের শেষ কোথায়? তৎকালীন সরকারের আমলে, যেমন আন্দোলন ও মতপ্রকাশ ছিল দমনমূলক, তেমনি আজকের বাংলাদেশে দৃশ্যপট পুরো উল্টো। পূর্ববর্তী সরকারের সময়ে শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক—সবার দাবি রাস্তায় নামলেই পুলিশি বাধা, গ্রেপ্তার বা...