আইসিসি প্রকাশ করেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের হালনাগাদ। বোলিং ও ব্যাটিংয়ে উন্নতি করেছেন এই ফরম্যাটে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ বোলিংয়ে পিছিয়েছেন ১১ ধাপ। ব্যাটিংয়ে ১২ ধাপ পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সাদা বলের সংস্করণে পাঁচধাপ এগিয়ে বোলিংয়ে শীর্ষে আফগান লেগ স্পিনার রশিদ খান। ব্যাটিংয়ে শীর্ষ ধরে রেখেছেন ভারতের শুভমন গিল। একধাপ উপরে উঠে সেরা অলরাউন্ডার এখন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। মিরাজ ব্যাটিংয়ে এগিয়েছেন ৮ ধাপ। ৭৩ থেকে এখন ৬৫তে। বোলিংয়ে ২৮ থেকে ২৪-এ এসেছেন তিনি। ব্যাটিংয়ে সাতধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয়। ১৭ ধাপ নেমে গেছেন জাকের আলী অনিক। শান্তর র্যাঙ্কিং এখন ৪৩, জাকেরের ৭৫। বোলিংয়ে তাসকিনের র্যাঙ্কিং ছিল ২৩, ১১...