জামায়াতে ইসলামীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে (পিআর) নির্বাচন করার প্রস্তাবকে ‘অবান্তর’ মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এসব বলে ‘বিভ্রান্তি তৈরি করা হচ্ছে’। পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলার পেছনে দলটির ‘অন্য কোনো মাস্টারপ্ল্যান’ কি না সেই সংশয়ও প্রকাশ করেছেন তিনি। বুধবার দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। রিজভী বলেন, “বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশ যেগুলো অতি উন্নত গণতান্ত্রিক দেশ যেমন ব্রিটেন, আমেরিকা, যদি আমরা বলি বা আরো অন্যান্য দেশে প্রতিনিধি নির্বাচনের যে পদ্ধতিটা চালু আছে…সরাসরি প্রার্থীকে ভোট দেওয়া...তো আমাদের এখানে কি এমন ঘটনা ঘটলো যে, পিআরই হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল? “এটা আমার মনে হয়, অবান্তর কথা তারা (জামায়াতে ইসলামী) বলছেন। এটা বলে একটা বিভ্রান্তি তৈরি করছেন অথবা তাদের অন্য কোন মাস্টার প্ল্যান...