বাংলাদেশের নদীমাতৃক জীবনের প্রাণশক্তি হলো নৌপথ। এই নৌপথের মাধ্যমে প্রতিদিন কোটি মানুষ যাতায়াত করছে, পণ্য পরিবহন হচ্ছে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। কিন্তু নিরাপদ ও টেকসই নৌ চলাচল নিশ্চিত করতে যে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করছে, সেটি হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার নেতৃত্বে এই সংস্থা বর্তমানে দেশের অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও যাত্রীসেবা আধুনিকায়নের মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করেছে। নৌ চলাচলের আধুনিকীকরণ, দুর্ঘটনা প্রতিরোধ, নদী বন্দরের সম্প্রসারণ এবং পরিবহন নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকা পালন করছেন। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ বাংলাদেশের নৌ যোগাযোগ ব্যবস্থার মূল নিয়ন্ত্রক ও উন্নয়নকারী সংস্থা। এটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যার কাজ দেশের অভ্যন্তরীণ নৌপথগুলোকে সচল ও নিরাপদ...