অসুস্থ হয়ে পড়ায় চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ররিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকৎসকরা। আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন শাহনেওয়াজ কাকলী। এসবের চিকিৎসাও চলছিল। গত রবিবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করেন। হাত–পা ঝিমঝিম করছিল, খেতে পারছিলেন না। সময় যতই গড়াতে থাকে, তার অস্বস্তি আরো বাড়তে থাকে। সন্ধ্যার পর আরো বাড়ে। রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তার স্ট্রোক হয়েছে।আরো পড়ুন:দে দে পেয়ার দে টু: টাবুকে খুঁজছেন ভক্তরা, যা বললেন অজয়অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেন দে দে পেয়ার দে টু: টাবুকে খুঁজছেন ভক্তরা, যা বললেন অজয় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ...