জনপ্রিয় নাট্যনির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পাশে রয়েছেন স্বামী, গুণী নির্মাতা নূরুল আলম আতিক। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা দম্পতির ঘনিষ্ঠজন, লেখক ও নির্মাতা গোলাম রাব্বানী। গোলাম রাব্বানী জানান, শুকুকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে এবং অন্তত আরও ১২ সপ্তাহ তাঁকে চেন্নাইতে থাকতে হবে। ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুকুর দ্রুত আরোগ্য কামনা করছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘মাতিয়া বানু শুকু আপু, অনেক ভালো থেকো তুমি… তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ভালোবাসা সবসময় তোমার জন্য। তুমি একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে।’ আরও লেখেন, ‘শুকু আপু অসুস্থ হয়ে এখন চেন্নাইতে। তাঁর কেমো চলছে। সবাই তাঁকে প্রার্থনায় রাখবেন।’ বেশ কয়েক বছর ধরে ছোটপর্দায় ধারাবাহিক...