ঘরের সবচেয়ে ব্যক্তিগত জায়গা হল শোবার ঘর। দিনশেষে এই ঘরেই বিশ্রাম নেওয়া, নিজেকে শান্ত করা হয়। আবার অনেক সময় বই পড়া বা নিজের সঙ্গে সময় কাটানোর জায়গাও এটি। অথচ ঘর সাজানোর ক্ষেত্রে আমরা অনেকেই বসার ঘর বা রান্নাঘরকে গুরুত্ব দিই। তবে শোবার ঘরকে প্রায় সময় তালিকা থেকে বাদ পড়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, শোবার ঘরই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্রামের স্থান। আর এর সঠিক নকশা ও সাজসজ্জা মানসিক প্রশান্তি আনতে পারে। অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, “অনেক সময় মানুষ তাদের নতুন বাড়িতে চলে এসে বসার ঘর ও রান্নাঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। তবে শোবার ঘর ফাঁকা বা একঘেয়ে থেকে যায়। অথচ দিনের অনেকটা সময় এ ঘরে ঘুমিয়েও কাটাই। তাই এই জায়গাও সমান গুরুত্বপূর্ণ।” তিনি মনে করেন, শোবার ঘর শুধু ঘুমানোর জায়গা নয়, এটি...