পরিচালক আকিব আলী নির্মিত হিন্দি সিনেমা ‘দে দে পেয়ার দে’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন অজয় দেবগন, টাবু ও রাকুল প্রীত সিং। ২০১৯ সালের ১৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল সিনেমাটি। দীর্ঘ পাঁচ বছর পর নির্মিত হয়েছে ‘দে দে পেয়ার দে টু’। আকিব আলীর পরিবর্তে দ্বিতীয় পার্ট পরিচালনা করছেন অংশুল শর্মা। নির্মাতা বদলে গেলেও সিনেমাটিতে ৩৩ বছর বয়সি রাকুলের সঙ্গে ফের জুটি বাঁধবেন ৫৫ বছর বয়সি অজয়। তবে সিনেমাটিতে নেই টাবু।আরো পড়ুন:অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেনমা হতে যাচ্ছেন সোনাক্ষী? মঙ্গলবার (১৪ অক্টোবর) জাঁকজমক আয়োজনের মাধ্যমে ‘দে দে পেয়ার দে টু’ সিনেমারট্রেইলারমুক্তি দেন নির্মাতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় দেবগন, আর. মাধবন, রাকুল প্রীত সিং, জাভেদ জাফরি, মিজান জাফরি ও গৌতামী কাপুর। রোমান্টিক-কমেডি ঘরানার সুপারহিট এই সিনেমার...