গণভোট ও পিআর ছাড়া নির্বাচন হবে না- এমন দাবিতে যারা আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘পিআরটা কী সেটাই তো আমরা বুঝি নারে ভাই।’ বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ‘সুধী সমাজ, হিন্দু ধর্মালম্বী ও মহিলা সমাবেশের’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, ‘হিংসার রাজনীতি আমরা (বিএনপি) চাই না। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা কখনই হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই একটা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এটাই আমাদের চাওয়া।’ তিনি বলেন, ‘স্বাধীনতা আমাদের অস্তিত্ব, সেটাকে ভুলে যাওয়ার কোনো কারণ নাই। ঠিক তেমনি ২০২৪ এর ৫ আগস্টকে আমরা ভুলব না, কারণ...