অন্যদিকে, বাংলামোটর থেকে আসা গাড়ি শেরাটন থেকে ঘুরে যাচ্ছে। এতে বাংলামোটর, কারওয়ান বাজার, পরিবাগ, মগবাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে তীব্র গরমের মাঝে যানজটে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষেরা। অনেকে বাস ও পরিবহন থেকে নেমে পায়ে হেঁটে রওনা দিচ্ছেন গন্তব্যের উদ্দেশে। সায়েন্সল্যাব থেকে মতিঝিল যাচ্ছিলেন আমিনুল। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। শাহবাগের আগের মোড়ে আটকে গেছেন। বাসের মধ্যে গরমে যানজটে বসে ঘামছেন। নেমে যাবেন কিনা তাও বুঝতে পারছেন না। নেমে গেলে বাস ভাড়াও ফেরত পাবেন না। তাই নামতেও চাইছেন না। তিনি বলেন, ‘শিক্ষকরা তাদের দাবি নিয়ে আন্দোলন করতেই পারে। কিন্তু আমাদের দোষ কোথায়? আমরা কেন ওনাদের কারণে শাস্তি পাচ্ছি। ওনারা এমন জায়গায় আন্দোলন করতে পারেন না, যেখানে আমাদের মতো সাধারণ মানুষ শান্তিমতো কাজটা করতে পারবে?’ একই অভিযোগ করেন পল্টন...