সবুজ-শ্যামল প্রকৃতিঘেরা দিনাজপুরের রাজনীতি ছিল সহনশীল ও শৃঙ্খল। বৈচিত্র্যময় ফসলের মাঠের মতো নানা মত-ধর্মের মানুষের বসবাস উত্তরের এই জেলায়। সামাজিক ও জাতীয় নানা ইস্যুতে চায়ের আড্ডায় উঠত বিতর্কের ঝড়। তবে কখনো তার প্রভাব পড়ত না বন্ধনে। উল্লেখযোগ্যসংখ্যক হিন্দু ভোটার থাকলেও নির্বাচনে ছিল না সাম্প্রদায়িকতা। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের হাতে ক্ষমতা যাওয়ার পর সবকিছু ওলটপালট হয়ে যায়, শান্তির নগরী পরিণত হয় আতঙ্কের জনপদে। গ্রেপ্তারের ভয়ে ঘরে থাকতে পারতেন না ভিন্নমতের রাজনীতিকরা। গুম-খুন ও জঙ্গি নাটক সাজিয়ে অন্ধকার কুঠুরিতে আটকে রাখার ঘটনা ছিল নিত্যব্যাপার। ফ্যাসিবাদ কায়েমের জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীকে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। শত শত দিন কারাগারে কেটেছে তাদের। কেউ কেউ পুলিশের হাত থেকে বাঁচতে বহু রাত জঙ্গলে ও নদীর ধারে কাটিয়েছেন। অনেককে রাজনীতি থেকে সরিয়ে...