ঢাকা শহরে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও জনবান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে যৌথভাবে উদ্যোগ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলোরা।রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের পাশের গণশৌচাগার সংস্কার, মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন তারা। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চার মাসব্যাপী ‘ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রাম’-এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে গত ১৪ আগস্ট ২২৪ জন নাগরিকের স্বাক্ষরসহ একটি স্মারকলিপি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। কর্মসূচির অগ্রগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সদস্য...