গুগল ফটোস অ্যাপে নতুন ভিডিও টেক্সট এডিটিং ফিচার যুক্ত হচ্ছে। এ তথ্য এসেছে অ্যান্ড্রয়েড অথরিটির APK তদন্ত থেকে। নতুন আপডেটে ব্যবহারকারীরা ভিডিওতে আরও আকর্ষণীয় টেক্সট যুক্ত করতে পারবেন। ফিচারটি ইন্সটাগ্রামের জনপ্রিয় টেক্সট স্টাইলকে অনুকরণ করেছে। রয়টার্সের খবর অনুযায়ী, গুগল ফটোসের ভার্সন ৭.৪৯-এ এই ফিচারের পরীক্ষা চলছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে ফিচারটি চালু হয়নি। টেক্সটের জন্য বিভিন্ন রঙ এবং ব্যাকগ্রাউন্ড সিলেকশন। বর্তমানে ভিডিওতে টেক্সট যোগ করার অপশন সীমিত, কিন্তু নতুন আপডেটে ব্যবহারকারীরা ইন্সটাগ্রাম রিলসের মতো আকর্ষণীয় টেক্সট সহজে তৈরি করতে পারবেন। গুগল ক্রমাগত ফটোস অ্যাপকে ফিচার-সমৃদ্ধ করে তুলছে। সাম্প্রতিক সময়ে এআই-বেসড ফিচার যুক্ত হয়েছে। এবার ভিডিও এডিটিং ক্ষমতা বাড়ানো হচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা। মোবাইল ভিডিও কনটেন্ট তৈরিতে প্রতিযোগিতা বাড়ায়, তাই গুগল জনপ্রিয় ফিচারগুলো যোগ করছে। Bloomberg-এর প্রতিবেদনে বলা হয়েছে, গুগল...