সাম্প্রতিক সময়ে নীরব ছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দীর্ঘ বিরতির পর আবারও ফিরেছেন পর্দায়। এখন কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি, শ্যুটিং করছেন ব্রাত্য বসু পরিচালিত ‘শিকড়’ সিনেমার। শ্যুটিংয়ের ফাঁকে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চঞ্চল জানালেন, বিরতির পেছনে কোনও বিশেষ কারণ নেই। তার ভাষায়, ‘বিরতিটা আমার কাছে খুবই স্বাভাবিক। আমি সব সময়ই কম কাজ করি। রাজনীতি বা দেশ বুঝি না। আমরা বাংলা সিনেমার শিল্পী। সারা বিশ্বের দর্শকদের জন্যই ছবি বানাই। এখানে রাজনীতির কোনও জায়গা নেই।’ তিনি আরও জানান, ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও বেশ কিছু নতুন কাজের পরিকল্পনা রয়েছে। সিরিজ ও সিনেমা—দুই মাধ্যমেই আসছেন তিনি। ব্রাত্য বসুর এই সিনেমা তৈরি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর দুটি গল্প অবলম্বনে। শ্যুটিং চলছে কলকাতার মোহনপুরের বেলাপুরে, যে জায়গা স্মৃতিবিজড়িত রবীন্দ্রনাথ ঠাকুর-এর সঙ্গে। এই জায়গায় কাজের...