১৫ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম আভাসটা আগের দিনই দিয়ে রেখেছিলেন নোমান আলি। চতুর্থ ইনিংসের টার্নিং উইকেটে তার সঙ্গে আগুন ঝরালেন শাহিন শাহ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। লাহোর টেস্টের চতুর্থ দিনে বুধবার বিশ্ব চ্যাম্পিয়নদের ৯৩ রানে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল পাকিস্তান। দুই টেস্ট সিরিজে তারা এগিয়ে গেল ১-০তে। জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হতো ২৭৭ রান। ২ উইকেটে ৫১ রান নিয়ে দিন শুরু করে তারা গুটিয়ে যায় ১৮৩ রানে। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া নোমান এবার নিয়েছেন ৪ উইকেট। ক্যারিয়ারে তৃতীয়বার দশ উইকেট নিয়ে তিনিই ম্যাচসেরা। রিভার্স সুইংয়ে প্রোটিয়াদের নাচিয়ে ৩৩ রানে ৪ উইকেট নেন আফ্রিদি। চতুর্থ ইনিংসে এটিই তার সেরা বোলিং। দিনের তৃতীয় বলেই...