স্টাইলের দুনিয়ায় আলিয়া ভাট যেন এক অনন্য নাম। কখনও ঝলমলে রেড কার্পেট লুকে। আবার কখনও হালকা সাজে। তিনি প্রমাণ করেছেন, স্টাইল মানে শুধু জাঁকজমক নয়। সম্প্রতি তিনি পরেছিলেন ৪৩১-৮৮ ব্র্যান্ডের এক কালো স্কাল্পটেড জাম্পস্যুট। যেখানে নেই কোনো অতিরিক্ত চাকচিক্য, আছে শুধু পরিমিত সৌন্দর্যের নিখুঁত ভারসাম্য। করসেটধর্মী স্ট্র্যাপলেস উপরের অংশে ছিল নিখুঁত গঠন। আর নিচের অংশ কিছুটা ঢিলেঢালা কাপড়ের ড্রেপিং। প্রথম দেখায় খুব সাধারণ মনে হতে পারে। একটু খেয়ার করলেই বুঝবেন বক্ষরেখা ঘিরে রয়েছে সোনালি ডিটেইলিং। যা পোশাকটিকে দিয়েছে এক অলৌকিক দীপ্তি। সেই সোনালি রেখাগুলো যেন কোনো গয়না নয়, বরং কাপড়ের সঙ্গেই মিশে থাকা এক শিল্প। জুতাতেও ছিল ক্লাসিক ছোঁয়া, কালো রঙের পয়েন্টেড টো জিমি চু হিল। পোশাকের সঙ্গে গয়নার বাড়াবাড়ি একদমই ছিল না। আলিয়া বেছে নিয়েছেন শুধু এক জোড়া সোনালি...