ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করতে ভিডিও দেখার পর্দা বা প্লেয়ারের চেহারা ও ফিচারে পরিবর্তন আনছে ইউটিউব। নতুন সংস্করণের প্লাটফর্মটি সবাই ব্যবহার করতে পারবেন। নতুন ফিচার ও চেহারার বিভিন্ন পরিবর্তন এই সপ্তাহ থেকে গোটা বিশ্বে চালু হতে শুরু করবে। এসব পরিবর্তনের মধ্যে থাকবে নতুন ডিজাইন, সহজ নিয়ন্ত্রণ, বা এমন ফিচার যা ব্যবহারকারীদের সুবিধা বাড়াবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। ইউটিউবের প্রধান আপডেট চোখে পড়বে নতুনভাবে ডিজাইন করা ভিডিও প্লেয়ারের চেহারায়। নতুন চেহারায় আইকন ও বিভিন্ন বাটন এমনভাবে সাজানো হয়েছে, যাতে এগুলোর কারণে ভিডিওর অংশ কম ঢেকে যায় এবং ব্যবহারকারীর দেখার অভিজ্ঞতা আরও স্পষ্ট করে। ইউটিউবের এ নতুন ডিজাইন দেখা যাবে মোবাইল, ওয়েব ও টিভি থেকে শুরু করে সব ধরনের ডিভাইসে। কিছু ব্যবহারকারী প্রায় এক মাস আগেই এ ফিচারটি পেয়েছিলেন।...