লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, তখন পাকিস্তানের ক্রিকেটাররা উদ্যাপন করছিল এক স্মরণীয় জয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৯৩ রানের জয় শুধু সিরিজে ১-০ তে এগিয়ে দিল না, বরং আবারও প্রমাণ করল নিজেদের মাটিতে স্পিনের রাজত্ব এখনো পাকিস্তানেরই। এই জয়ের কেন্দ্রে ছিলেন বাঁহাতি স্পিনার নোমান আলি। ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স উপহার দিয়ে তিনি নিলেন ম্যাচে ১০ উইকেট (প্রথম ইনিংসে ৬টি, দ্বিতীয় ইনিংসে ৪টি)। তার নিখুঁত লাইন ও টার্নে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। প্রথম ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয় ইনিংসে নোমানের স্পিনে কার্যত অসহায় হয়ে পড়ে প্রোটিয়া শিবির।আরো পড়ুন:বৃষ্টিতে শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ডের পয়েন্ট ভাগাভাগিআফগান যুবারা আসছেন বাংলাদেশে ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা থেমে যায় ১৮৩ রানে। এইডেন মার্করাম (৩) ও উইয়ান মুল্ডার (০)-এর দ্রুত...