বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনও রাজনৈতিক দল সরকারের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের হুমকি দিলে বা ব্ল্যাকমেইলের চেষ্টা করলে তা আইনের শাসনের পরিপন্থি এবং দণ্ডনীয় অপরাধ। সরকারের ভেতরে চর নিয়োগ করা বা ব্ল্যাকমেইল কোনও রাজনৈতিক দলের কাজ নয়। এটি অনৈতিক ও অশোভন আচরণ। যারা ব্ল্যাকমেইল করে রাজনৈতিক সুবিধা নিতে চায়, সরকারকে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘জাতীয় নির্বাচন ঘিরে দেশ-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে নাগরিক সমাবেশে’ তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। অনির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। গণতন্ত্র না থাকলে স্বৈরতন্ত্রের পতনের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়, তা ব্যাহত হবে এবং মানুষ হতাশ হয়ে...