এশিয়া কাপে ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। সেই তারাই ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে। দিয়েছে চূড়ান্ত ব্যর্থতার পরিচয়। ব্যর্থতার ভার কাঁধে নিয়ে ফেরা বাংলাদেশ দল এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে। দর্শকরা সিরিজের খেলাগুলো উপভোগ করতে চাইলে টিকিট কাটতে পারবেন অনলাইনে। টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সর্বনিম্ন ৩০০ টাকা। এই দামে টিকিট পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারিতে। এছাড়া ৪০০ টাকায় শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে ও নর্দার্ন গ্যালারিতে খেলা দেখা যাবে। দুটি ক্লাব হাউস গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা করে। দুটি ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ টাকা আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। আর ইন্টারন্যাশনাল. লাউঞ্জ-দক্ষিণের (কর্পোরেট ব্লক) টিকিটের দাম সর্বোচ্চ ৩৫০০ টাকা।...