ঋতু বদলের সঙ্গে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে আসে, আর সেই সুযোগে প্রতি বছরই ফ্লু মৌসুম আঘাত হানে শীতের শুরুতে। কিন্তু এ বছর ব্যতিক্রম ঘটেছে জাপানে। শীত আসার আগেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, যা এখন আনুষ্ঠানিকভাবে “জাতীয় মহামারি” হিসেবে ঘোষণা করেছে জাপান সরকার। দ্রুত বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, বন্ধ হচ্ছে স্কুল ও ডে-কেয়ার সেন্টার, ফলে চাপে পড়েছে পুরো স্বাস্থ্যব্যবস্থা। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, দেশজুড়ে প্রতি চিকিৎসাকেন্দ্রে গড়ে ১.০৪ জন ফ্লু রোগী শনাক্ত হচ্ছে, যা মহামারির সতর্কসীমা ছাড়িয়ে গেছে। সাধারণত নভেম্বরের শেষ বা ডিসেম্বরের দিকে ফ্লু মৌসুম শুরু হয়। কিন্তু এ বছর সংক্রমণ প্রায় পাঁচ সপ্তাহ আগেই ছড়িয়ে পড়েছে, যা নাগরিক ও প্রশাসন উভয়ের মধ্যেই উদ্বেগ বাড়িয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহেই ৪ হাজারের বেশি মানুষ ফ্লুতে...