ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটালেও, এর দ্রুত সম্প্রসারণ এখন মহাকাশে নতুন সংকটের জন্ম দিচ্ছে। প্রতিদিন ক্রমবর্ধমান হারে পৃথিবীতে ফিরে আসছে স্টারলিংকের স্যাটেলাইট। যা বিজ্ঞানীদের মধ্যে এক ধরনের “মহাকাশ আবর্জনার চেইন রিঅ্যাকশন” বা ধারাবাহিক সংঘর্ষের শঙ্কা তৈরি করেছে। আজ ১৫ অক্টোবর বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, স্মিথসোনিয়ান জ্যোতির্বিজ্ঞানী জনাথন ম্যাকডাওয়েলের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমানে প্রতিদিন এক থেকে দুইটি স্টারলিংক স্যাটেলাইট পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করছে। তিনি সতর্ক করে বলেছেন, আসন্ন বছরগুলোতে এই সংখ্যা দৈনিক পাঁচটিতে পৌঁছাতে পারে, কারণ স্পেসএক্স ছাড়াও অ্যামাজনের প্রজেক্ট কুইপার ও চীনের নতুন স্যাটেলাইট কনস্টেলেশনগুলো কক্ষপথে যুক্ত হবে। ম্যাকডাওয়েল বলেন, এখনই আমাদের মাথার ওপরে প্রায় ৮ হাজার স্টারলিংক স্যাটেলাইট ঘুরছে। সব কনস্টেলেশন সম্পূর্ণ হলে নিম্ন কক্ষপথে প্রায় ৩০ হাজার স্যাটেলাইট থাকবে—এর সঙ্গে...