ঢাকা: ভারতের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট তথা বৈজ্ঞানিক এ.পি.জে আব্দুল কালামের জন্মদিন ১৫ অক্টোবর। তিনি ভারতের মিসাইল ম্যান হিসেবেও পরিচিত। অন্তরীক্ষ ও সুরক্ষার বিষয়ে তার অবদান অবিস্মরণীয়। ব্যালেস্টিক মিসাইল ও লংচিং টেকনোলজিতে দেশকে আত্মনির্ভর করার বিষয়ে তার অবদান অনস্বীকার্য, আর সেই কারণেই তিনি মিসাইল ম্যান নাম পরিচিত। তার পরিচালনার ওপর ভিত্তি করেই দেশের প্রথম মিসাইল গড়ে উঠেছিল।একাধারে তিনি যেমন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন, অন্যদিকে সাহিত্যের অনুরাগী ছিলেন। বেশ কয়েকটি পুস্তকের রচনা করেছেন তিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কালাম নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য খবরের কাগজ পর্যন্ত বিক্রি করেছেন।২০০২ সালে তিনি তৎকালীন শাসকদল ভারতীয় জনতা পার্টি ও বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচিত হন। পাঁচ বছর এই পদে আসীন থাকার পর তিনি শিক্ষাবিদ, লেখক ও জনসেবকের সাধারণ জীবন বেছে...