বিশ্বকাপ বাছাইপর্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবারও ইতিহাস গড়েছেন। বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা নিশ্চিত করার ম্যাচে সর্বাধিক গোলে নতুন রেকর্ড গড়লেও জয়ের আনন্দটা অসম্পূর্ণ থেকে গেল পর্তুগালের। শেষ মুহূর্তে হাঙ্গেরির গোলে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে রোনাল্ডোর দল। বাছাইপর্বের ৪০তম গোলটি করে নতুন মাইলফলক স্পর্শ করেন রোনাল্ডো। তাঁর জোড়া গোলে পর্তুগাল প্রায় নিশ্চিত করে ফেলেছিল বিশ্বকাপে জায়গা। কিন্তু অতিরিক্ত সময়ে লিভারপুলের ডোমিনিক জোবোস্লাই গোল করে ম্যাচে সমতা ফেরান। অন্যদিকে, আয়ারল্যান্ড ১০ জন নিয়ে খেলা আর্মেনিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে থাকা হাঙ্গেরির পেছনে উঠে এসেছে। গ্রুপ ই-তে স্পেন অপরাজিত আছে। আতানাস চেরনেভের আত্মঘাতী গোল ও মিকেল ওয়ারজাবালের শেষ মুহূর্তের পেনাল্টিতে বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে জয় ধরে রেখেছে দলটি। আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো শেষ চার ম্যাচে ছয়টি গোল করেছেন, যার মধ্যে দুইটি...