জমির দলিলে একবার ভুল হয়ে গেলে তা আর সংশোধন করা যায় না—নাগরিকদের মধ্যে প্রচলিত এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বিশেষ করে দাগ, খতিয়ান, মৌজা, চৌহদ্দি বা নামের বানানে কোনো ভুল ধরা পড়লে, সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় তা সংশোধন করা সম্ভব। দেওয়ানি আদালতের রায়ই এক্ষেত্রে সংশোধিত দলিল হিসেবে গণ্য হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, জমির দলিলে ভুল সংশোধনের পদ্ধতি ও সময়সীমা স্পষ্টভাবে নির্ধারিত আছে। দলিল রেজিস্ট্রির পর তাতে দাগ, খতিয়ান, মৌজা, চৌহদ্দি বা নামের বানানে বড় ধরনের কোনো ভুল ধরা পড়লে, ভুল হওয়ার তিন (৩) বছরের মধ্যে দেওয়ানি আদালতে ‘দলিল সংশোধনের মামলা’ (সুনির্দিষ্ট প্রতিকার আইন, ৩১ ধারা) করতে হবে। তিন বছর অতিবাহিত হয়ে গেলে এই ধরনের মামলা তামাদির কারণে বারিত (বাতিল) হয়ে যায়। যদি তিন বছর পার হয়ে যায় এবং সংশোধন মামলা করা না...