বাংলাদেশে ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এই বৈঠক হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনসিপি। তাতে বলা হয়, সকালে নরওয়ের হাকোন আরল্ড গুলব্র্যান্ডসেন বাসভবনে বাসভবনে প্রাতরাশের আমন্ত্রণে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলারসহ যোগ দিয়েছিলেন। তাদের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ্। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেছেন তারা। রাষ্ট্রদূতরা সংস্কার ও জুলাই সনদ...