দিনের প্রথম ওভারেই উইকেট পতন, দুই ওভার পর আরেকটি। জোড়া ধাক্কা সামলে আগ্রাসী ব্যাটিংয়ে পাকিস্তান শিবিরে ভীতি ছড়ালেন ডেওয়াল্ড ব্রেভিস। ফিফটি করে তার বিদায়ের পর অবশ্য আর দাঁড়াতে পারল না দক্ষিণ আফ্রিকা। দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান জিতেছে ৯৩ রানে। লাহোরে ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ১৮৩ রানে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দুই দলেরই প্রথম ম্যাচ ছিল এটি। জয় দিয়ে শুরু হলো পাকিস্তানের পথচলা। আগের চক্রের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা ভালো হলো না। দ্বিতীয় ইনিংসে ৪টিসহ ম্যাচে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের নায়ক নোমান আলি। ৩৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার ২০ টেস্টের ক্যারিয়ারে তৃতীয়বার পেলেন এই স্বাদ। দক্ষিণ আফ্রিকার শেষ তিনটিসহ দ্বিতীয়...