গুগলের নতুন এআই ইমেজ এডিটর ‘ন্যানো বানানা’ গত মাসে চালু হওয়ার পর থেকেই আলোচনার তুঙ্গে রয়েছে। এবার এই জনপ্রিয় টুলটি যুক্ত হচ্ছে গুগলের আরও কয়েকটি সেবা যেমন সার্চ, নোটবুকএলএম এবং গুগল ফটোজে। এই ইন্টিগ্রেশন গুগলের এআই ইকোসিস্টেমে বড় পরিবর্তন আনতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে নোটবুকএলএম-এ। এতে ন্যানো বানানা ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে ভিডিও ওভারভিউস ফিচারটি। এখন থেকে ব্যবহারকারীরা ছয় ধরনের নতুন স্টাইল বেছে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে ওয়াটারকালার, এনিমে এবং আরও কয়েকটি ক্রিয়েটিভ ভিজুয়াল স্টাইল। এ ছাড়াও, এই আপডেটে যোগ হয়েছে ‘কনটেক্সচুয়াল ইলাস্ট্রেশনস’ ফিচার যা ব্যবহারকারীর ডকুমেন্ট বা সোর্সের ওপর ভিত্তি করে নিজে থেকেই প্রাসঙ্গিক ছবি তৈরি করতে পারে। নতুন যুক্ত হয়েছে ‘ব্রিফস’ নামে একটি মাইক্রো ভিডিও ফরম্যাট। ভিডিও ওভারভিউস...