সালাতুল হাজত অর্থ প্রয়োজনের নামাজ। ইসলামের পরিভাষায় সালাতুল হাজত হলো এমন নফল নামাজ যা বান্দা আদায় করে আল্লাহ তাআলার বিশেষ সাহায্যের প্রার্থনায়। কোনো বিপদ ঘটলে বা কোনো কিছুর প্রয়োজন দেখা দিলে সালাতুল হাজত আদায় করা হয়। নামাজের নিষিদ্ধ ও মাকরুহ সময়গুলো ছাড়া দিনে ও রাতে যে কোনো সময় সালাতুল হাজত আদায় করা যায়। অন্যান্য নামাজের মত সালাতুল হাজত বা হাজতের নামাজের নিয়তও মনে মনে বা মুখে উচ্চারণ করে করা যায়। নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সাহায্যের জন্য দুই রাকাত নামাজ আদায় করছি। তারপর ‘আল্লাহু আকবার’ বলে নামাজ শুরু করবেন। সালাতুল হাজতের নিয়ত করে অন্যান্য নফল নামাজের মতই দুই রাকাত নামাজ আদায় করবেন। নামাজের পর হাদিসে বর্ণিত বিশেষ দোয়া পড়বেন, তারপর নিজের...