গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, প্রধান উপদেষ্টা ড.ইউনূসের বিদেশ ভ্রমণের মাধ্যমে আওয়ামী লীগকে বিশ্বের কাছে অপ্রাসঙ্গিক ও ফ্যাসিস্ট শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা গেছে। রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও এই কাজ করার জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব বিষয় উল্লেখ করেন। পোস্টে রাশেদ খান লেখেন ‘আমি মাঝেমধ্যে ভাবি ৮৫ বছর বয়সে মাননীয় প্রধান উপদেষ্টা কিভাবে এতো বিদেশ ভ্রমণ করেন! এটা আমি হলেও পারতাম বলে মনে হয় না। মাঝেমধ্যে তার এই বিদেশ ভ্রমণ নিয়ে আমার নিজেরই সমালোচনা করতে ইচ্ছে করে, কখনো কখনো করেছি। বিশেষ করে জাতিসংঘ সফরে বিশাল বহর নিয়ে যাওয়া রাষ্ট্রের বিশাল ব্যয় বটে।’ তিনি আরও লেখেন, ‘আবার দেশে ফিরেই ইতালি বা রোম সফরে গেলেন। সব...