আবহাওয়ার পরিবর্তন, ধুলাবালি ও রোদের তাপে চুলের ক্ষতি হয়। সঠিক যত্নের অভাবে চুল ধীরে ধীরে রুক্ষ, নির্জীব ও প্রাণহীন হয়ে পড়ে। এসব থেকে রক্ষা পেতে চুলের সঠিক যত্ন নিতে হবে। ঘরোয়া উপাদান হিসেবে চুলের যত্নে টকদই ও ডিম বেশ উপকারী। দই ও ডিম একসঙ্গে ব্যবহার করলে চুলের বৃদ্ধি ও ঘনত্ব উভয়ই বাড়ে। তবে দুটির কাজ কিন্তু আলাদা। চুলের কী প্রয়োজন, কীভাবে ব্যবহার করবেন তা জেনে নিয়ে ব্যবহার করলে বেশ উপকার পাবেন। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ টকদই দারুণ কার্যকর। শুধু মাথার ত্বককে হাইড্রেটেড রাখতেই নয়, চুল পড়া এবং খুশকির বিরুদ্ধে লড়াই করার জন্যও টকদই অতুলনীয়। নিয়মিত টকদইয়ের প্যাক ব্যবহার করলে চুল হবে ঝলমলে ও মসৃণ। টকদইয়ের ল্যাকটিক অ্যাসিড মাথার ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। ত্বকের মৃত কোষ থেকে...