বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিবাহবিচ্ছেদের (ডিভোর্স) পরেও সন্তানের দায়িত্ব, তত্ত্বাবধান এবং ভরণপোষণের নিয়মগুলো সুনির্দিষ্টভাবে নির্ধারিত। ব্যারিস্টার আঞ্জুম আরা লিমা ২০২৫ সালের প্রেক্ষাপটে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আইনি দিকগুলো তুলে ধরেছেন, যা বাবা-মায়ের বিচ্ছেদের পরও সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করে। সন্তানের তত্ত্বাবধান (Custody) আইন অনুযায়ী, সন্তানের প্রাথমিক তত্ত্বাবধানের ক্ষেত্রে মায়ের অধিকারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে: মেয়ে সন্তান: ৯ বছর বয়স পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে থাকবে। ছেলে সন্তান: ৭ বছর বয়স পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে থাকবে। উভয় ক্ষেত্রেই এই নির্দিষ্ট বয়সের পর আদালত সন্তানের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে যে, সন্তান কার কাছে থাকবে। বাবা-র সাক্ষাৎ অধিকার (Visiting Rights) সন্তান মায়ের কাছে থাকলেও, বাবা সন্তানের সাথে দেখা করার অধিকার থেকে বঞ্চিত হন না। আদালত পরিস্থিতি ও সন্তানের সুবিধা বিবেচনা করে সপ্তাহে বা মাসে নির্দিষ্ট...