প্রধান প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৬১ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। গত ৪ থেকে ১৪ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত দশদিনে জেলা ও উপজেলা টাস্কফোর্সের পৃথক অভিযানে এ জেলেদের আটক হয়। আজ বুধবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, নিষেধাজ্ঞা চলাকালীন গত ১০ দিনে অভয়াশ্রম এলাকার ৭০ কিলোমিটার এলাকায় ৩২টি মোবাইল কোর্ট ও ২১৩ টি অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শন করা হয় ১৫ টি অবতরণ কেন্দ্র, ১৩৭টি মাছ ঘাট, ৭৩২টি আড়ৎ ও ৪০৩টি বাজার। এ সময় জব্দ করা হয় ৪৯৫ কেজি ইলিশ ও ২ লাখ ৪২ হাজার মিটার...