ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেছেন, আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। তবে কেমিক্যাল অপসারণ এবং আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সময় লাগবে। ঠিক কতটা সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কাজী নজমুজ্জামান বলেন, গার্মেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কিন্তু বিভিন্ন প্রকার মাল্টিপারপাস কেমিক্যালের আগুন নির্বাপণে সময় লাগবে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে; যা মানুষের শ্বাস-প্রশ্বাসের সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমের সমস্যা হচ্ছে, ফলে আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি। তিনি বলেন, গোডাউনের...