বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর আবার ওয়ানডের বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান । আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন তিনি। রশিদ এর আগেও ২০২৪ সালের নভেম্বরে ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন। এবারের সিরিজে তিনি ১১ উইকেট নিয়েছেন, গড় ৬.০৯ এবং ইকোনমি রেট ২.৭৩। যে কারণে তিনি ষষ্ঠ স্থান থেকে এক লাফে শীর্ষে উঠেছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭১০। যা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের চেয়ে ৩০ পয়েন্ট বেশি। ব্যাটিং র্যাঙ্কিংয়েও আফগানিস্তান ইতিহাস লিখেছে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ২১৩ রান* করে সিরিজসেরা হওয়া ইব্রাহিম জাদরান এগিয়েছেন আট ধাপ। এখন তিনি দ্বিতীয় স্থানে—যা কোনো আফগান ব্যাটারের সর্বোচ্চ র্যাঙ্কিং। তার রেটিং পয়েন্ট শীর্ষে থাকা শুভমান গিলের চেয়ে ২০ কম...