জার্মানির হ্যামেলিন শহরটি তার রহস্যময় ও বিখ্যাত লোককথা "হ্যামিলনের বাঁশিওয়ালা" এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই শহরটি জার্মানির 'জার্মান ফেয়ারি টেল রুট' এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে রূপকথার জগতের সাথে ঐতিহাসিক স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ ঘটেছে। ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ হলো ১৩শ শতাব্দীর একটি জার্মান কিংবদন্তী, যার উৎপত্তি এই হ্যামেলিন শহরেই। একসময় জার্মানির হ্যামেলিন শহর ইঁদুরের উপদ্রবে জর্জরিত ছিল। ইঁদুরেরা শহরের খাদ্যশস্য নষ্ট করত, জিনিসপত্র কেটে দিত এবং শহরের শান্তি বিঘ্নিত করত। শহরের বাসিন্দারা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে মেয়রের কাছে ধরনা দিত। মেয়র এই সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে ঘোষণা করলেন যে, যিনি শহরকে ইঁদুরমুক্ত করতে পারবেন, তাঁকে প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা (কারো কারো মতে ১০০০ গিল্ডার) পুরস্কৃত করা হবে। একদিন, শহরে এক অদ্ভুত পোশাক পরা অপরিচিত ব্যক্তি এলেন। তাঁর পোশাক...