আবারও ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ৬-০ ব্যবধানে জয়ের দিনে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করানোর রেকর্ডটি নিজের করে নিলেন এই তারকা। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি জানান, গতকাল আমি ওর কাছে জানতে চেয়েছিলাম, খেলতে প্রস্তুত কি না। মেসি বলেছিল- হ্যাঁ। এটা সব সময়ই আমাদের জন্য আনন্দের বিষয়। ভেনেজুয়েলার বিপক্ষে আগের ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে ২৭ দিনে সাতটি ম্যাচ খেলার পর আর্জেন্টিনা দল তাকে বিশ্রাম দিয়েছিল। কিন্তু আজকের ম্যাচে তিনি মাঠে নামার সিদ্ধান্ত নেন, আর মাঠে নামলে যেমনটা প্রায়ই হয়, নৈপুণ্য দেখিয়ে রেকর্ড গড়ে ফেলেন। ম্যাচের ২২ মিনিটে গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে গোল করান মেসি। এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ৫৯তম অ্যাসিস্ট। এই গোলের মাধ্যমেই নেইমারের পাশে বসেন তিনি।...