সোফা আমাদের ঘরের একটি গুরুত্বপূর্ণ আসবাবপত্র। দৈনন্দিন ব্যবহারে তা দ্রুত নোংরা হয়—খাবারের দাগ, চা-কফি, ফলের রস, কলমের দাগ কিংবা সাধারণ ধুলোবালি। অনেক সময় কুশনের কভার খুলে পরিষ্কার করা যায় না, যা আরও ঝক্কি সৃষ্টি করে। তবে বিশেষজ্ঞ ডাকানো ছাড়াই ঘরে বসেই সহজভাবে সোফা পরিষ্কার করা সম্ভব। ভ্যাকুয়াম ক্লিনার থাকলে কাজটি দ্রুত ও সহজ হয়। প্রথমে সোফার উপরের কাপড় ও জিনিসপত্র সরিয়ে ভ্যাকুয়াম চালান। দাগ থাকা অবস্থায়, ক্লিনিং শুরু করার আধা ঘন্টা আগে সোফায় বেকিং সোডা ছিটিয়ে দিন। ভ্যাকুয়াম ব্যবহার করে কুশনসহ এমন সব জায়গা পরিষ্কার করা যায়, যা সাধারণভাবে দেখা যায় না। ১. প্রথমে শুকনো কাপড় দিয়ে সোফার আলগা ধুলো ঝেড়ে ফেলুন।২. ব্রাশ দিয়ে শক্ত ময়লা, চুল বা সুতো তুলে ফেলুন।৩. একটি বালতিতে পানি, ডিশ ওয়াশিং লিকুইড ও লেবুর রস...