বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাঠামোগত দুর্বলতাই দুর্নীতির সুযোগ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তার মতে, বোর্ডের পরিচালকরা যখন বেতন ছাড়া নির্বাহী দায়িত্ব পালন করেন, তখন প্রাতিষ্ঠানিকভাবেই দুর্নীতির ঝুঁকি তৈরি হয়।এই সমস্যা সমাধানে একটি সুসংগঠিত কাঠামো বা অর্গানোগ্রামের পাশাপাশি পরিচালকদের পারিশ্রমিকের আওতায় আনার পরামর্শ দিয়েছেন তিনি। সম্প্রতি 'ক্রিকবাজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘বোর্ড সভাপতি বুলবুল ভাই (আমিনুল ইসলাম) জানিয়েছেন যে বোর্ডের অর্গানোগ্রাম তৈরির কাজ প্রায় শেষ। সেটি অনুমোদন পেলে কার্যক্রমে আরও শৃঙ্খলা আসবে। বর্তমানে পরিচালকরা অবৈতনিক পদে থেকেও নির্বাহী দায়িত্ব পালন করছেন, যা থেকে দুর্নীতির মানসিক চাপ তৈরি হতে পারে। ’ তিনি বিসিবির পেশাদার ব্যবস্থাপনার অভাব নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, ‘বিসিবি শত কোটি টাকার একটি সংস্থা, অথচ সেখানে প্রধান অর্থ কর্মকর্তা...