এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, আর এই চার ম্যাচেই দেখা গেছে নয়টি হলুদ কার্ড। গড় হিসেবে প্রতি ম্যাচে দুইয়ের বেশি সতর্কবার্তা পেয়েছে দল।তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ফাহমিদুল ইসলামকে ঘিরে। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না এই ডিফেন্ডার। ইতালি প্রবাসী ফাহমিদুল বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচেই, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে, দেখেছিলেন প্রথম হলুদ কার্ড। এরপর মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আরেকটি কার্ড দেখায় তিনি সরাসরি নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এএফসি’র নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় দুইটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। ফলে আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম ম্যাচে বাংলাদেশ দলে থাকছেন না ফাহমিদুল ইসলাম। ওই ম্যাচের আগে ফেডারেশন অক্টোবরের শেষ সপ্তাহে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে।...