ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা তৃতীয়, পুয়ের্তো রিকো ১৫৫তম। মাঠের খেলাতেও পার্থক্যটা স্পষ্ট ছিল। মেসির কল্যাণে মায়ামির চেজ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ছয় গোলের মধ্যে পাঁচটি এসেছে নিজেদের খেলোয়াড়দের থেকে, আরেকটি পুয়ের্তো রিকোর আত্মঘাতীতে। দলে ফিরে লিওনেল মেসি করেছেন দুটি গোল, দুটি গোল করেছেন লাওতারো মার্তিনেজ, বাকি একটি গোল গঞ্জালো মন্তিয়েলের। আত্মঘাতী গোলটি আসে ৬৪ মিনিটে পুয়ের্তো রিকোর স্টিভেন এচেভেরিয়ার পা থেকে। ২২ মিনিটে গঞ্জালো মন্তিয়েলের গোলের সহায়তায় আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল বানানোর তালিকায় শীর্ষে ওঠেন মেসি। নেইমারের (৫৯) রেকর্ড স্পর্শ করার পর ৮৪ মিনিটে লাওতারোর দ্বিতীয় গোলে পাস দিয়ে রেকর্ডে এক ধাপ এগিয়ে যান তিনি। এখন আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ৬০ গোল বানানোর রেকর্ড মেসির দখলে। পুরো ম্যাচেই আর্জেন্টিনার দাপট ছিল। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে খুব বেশি...