ভারতের বিখ্যাত অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৬৮ বছর বয়সে তার মৃত্যু হয়।পঙ্কজ মহাভারতের কর্ণের চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন। কর্ণ চরিত্রে অভিনয়ের জন্য ঘরে ঘরে পরিচিত নাম হয়ে উঠেছিলেন।ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিনটা) পঙ্কজ ধীরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং অস্ত্রোপচারও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।সিনটা এক শোকবার্তায় জানায়, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ও সিনটার সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় পঙ্কজ ধীর বুধবার (১৫ অক্টোবর) পরলোকগমন করেছেন।’ভারতের স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ভিলে পারলে এলাকায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। পঙ্কজ মহাভারতের কর্ণের চরিত্রে অভিনয় করে...