জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআই ঘোষণা করেছে, যাচাইকৃত প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা এখন থেকে চ্যাটজিপিটি ব্যবহার করে ইরোটিক (প্রাপ্তবয়স্কদের উপযোগী) কনটেন্ট তৈরি করতে পারবেন। কোম্পানিটি একে বলছে, ‘প্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্ক হিসেবেই আচরণ করা’ নীতি। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক ঘোষণায় ওপেনএআই জানায়, তারা শিগগিরই চ্যাটজিপিটির নতুন সংস্করণ চালু করতে যাচ্ছে, যেখানে ব্যবহারকারীরা নিজের মতো করে এআই অ্যাসিস্ট্যান্টের ব্যক্তিত্ব কাস্টমাইজ করতে পারবেন। এতে থাকবে আরও মানবসুলভ প্রতিক্রিয়া, ইমোজির ঘন ঘন ব্যবহার কিংবা বন্ধুত্বপূর্ণ কথোপকথনের ধরন বেছে নেওয়ার সুযোগ। সবচেয়ে বড় পরিবর্তনটি আসছে ডিসেম্বরে, যখন কোম্পানি বয়স যাচাই ব্যবস্থা চালু করবে। এতে বয়স-নির্ভর নিয়ন্ত্রণ নিশ্চিত করে যাচাইকৃত প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য ইরোটিক কনটেন্টের অনুমতি দেওয়া হবে। তবে ওপেনএআই এখনো জানায়নি, বয়স যাচাই বা কনটেন্ট নিরাপত্তার জন্য তারা কী ধরনের পদ্ধতি ব্যবহার করবে। এর আগে, গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি...